দ্বিমুকুট জয়ের লক্ষ্যে প্রস্তুতিতে টাউন ক্লাব

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ ইতিমধ্যেই সমাপ্ত। আর এই টুর্নামেন্ট শেষ হবার পরেই শুরু হবে রাখাল শীল্ড নক আউট এবং প্রথম ডিভিশন সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। গুরুত্বপূর্ণ এই দুটি টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলি নেমে পড়েছে প্রস্তুতিতে। দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার পাশাপাশি দ্বিমুকুট অর্জন করার লক্ষ্যেই ক্লাব কর্মকর্তারা রাজ্যের ও বহির রাজ্যের এক ঝাঁক তারকা ফুটবলার নিয়ে ইতিমধ্যেই দল গঠনের কাজ শেষ করে নিয়েছে। এখন চলছে ফুটবলারদের জোরদার প্রস্তুতি। সিনিয়র ফুটবলে অংশ নিতে যাওয়া দলগুলির মধ্যে অন্যতম একটি হলো আগরতলা টাউন ক্লাব।

গত বছরের প্রথম ডিভিশন লিগের ব্যর্থতাকে ভুলে এবছর রাখাল শিল্ড নক আউট ও প্রথম ডিভিশন লিগ জয়ের লক্ষ্যকে সামনে রেখে দল গঠন করে টাউন ক্লাবের কর্মকর্তারা।রাজ্যের ও বহিঃরাজ্যের একঝাঁক তারকা ফুটবলার টাউন ক্লাবের শিবিরে যোগ দিয়েছে। তাদেরকে নিয়ে অনুশীলনে ব্যস্ত এখন কোচ সুজিত ঘোষ।শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণে ব্যস্ত থাকতে দেখা গেল কোচ সুজিত ঘোষকে। ১৬ আগষ্ট রাখাল শিল্ড নক আউটের দ্বিতীয় ম্যাচ তথা টাউন ক্লাবের প্রথম ম্যাচ।মরশুমের প্রথম ম্যাচে টাউন ক্লাব মুখোমুখি হবে লালবাহাদুর ব্যায়ামাগারের। এক সাক্ষাৎকারে  ক্লাবের টিম ম্যানাজার জানান  গত ৭ আগষ্ট থেকে টাউন ক্লাবের ফুটবলাররা অনুশীলনে নেমেছেন। ক্লাবের লক্ষ্য এবছর দ্বি-মুকুট জয়ের। নক আউট এবং লিগে শক্তিশালি দলের বিরুদ্ধে খেলতে হবে টাউন ক্লাবকে। প্রত্যাশা দলের ফুটবলাররা প্রতিটি ম্যাচে ভালো ফুটবল খেলা উপহার দেবে ফুটবল প্রেমী দর্শকদের।