ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে কমিটি গঠন করেছে ভারত সরকার

নয়াদিল্লি, ০৯ আগষ্ট ৷৷ ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। ভারতীয় নাগরিক ও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কমিটি বাংলাদেশে তাদের প্রতিপক্ষ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চ্যানেল বজায় রাখবে।কমিটির প্রধান হিসেবে থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পূর্বাঞ্চলীয় কমান্ডের এডিজি৷ এছাড়াও এই কমিটিতে থাকবেন আইজি, বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল, আইজি, বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার ত্রিপুরা, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) এবং এলপিএআই সচিব।