নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.) : জগদীপ ধনখড়ের সঙ্গে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এই বাদানুবাদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অমিতাভ বচ্চনের নামের সঙ্গে জয়া বচ্চনের নাম যোগ করা নিয়ে রাজ্যসভায় ক্ষোভে ফেটে পড়েন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ভরা সংসদে দাঁড়িয়েই চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কথার বিরোধিতা করেন তিনি। জগদীপ ধনখড়ের সুর নিয়ে প্রশ্ন তোলেন জয়া। সপা সাংসদ বলেন, চেয়ারম্যানের ব্যবহৃত শব্দগুলি মোটেও সঠিক ছিল না। রাজ্যসভায় দাঁড়িয়ে জয়া বচ্চন বলেন, জগদীপ ধনখড় যে ভাষায় তাঁর সঙ্গে কথা বলেন, তা ঠিক নয়। শুধু তাই জয়া বচ্চন আরও বলেন, জগদীপ ধনখড় হয়ত অধ্যক্ষের চেয়ারে বসে থাকতে পারেন কিন্তু তাঁরা সংসদে একে অপরের সহকর্মী। তিনি শিল্পী। তাই মানুষের মুখের ভাব এবং তা প্রকাশের ভাষা খুব ভাল করে জানেন, বোঝেন বলে মন্তব্য করেন জয়া বচ্চন। সেই সময় পালটা উত্তর দেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি বলেন, জয়াজি বসুন। আপতি তো শিল্পী, তাই নিশ্চয়ই জানেন অভিনেতারা যখন ক্যামেরার সামনে থাকেন, তখন পরিচালকের কথা শুনতে হয় তাঁদের। তাই এই হাউসের নিয়ম, নীতিও তাঁদের মানতে হবে বলে মন্তব্য করেন জগদীপ ধনখড়।
2024-08-09

