আগরতলা, ৯ আগস্ট: গন্ডাছড়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া সহ ৮ দফা দাবিতে রাজ্যপালের সাথে সাক্ষাৎকারে মিলিত হয়েছে সিপিআই(এম এল) লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। পরর্বতী সময়ে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
এদিন সংগঠনের সম্পাদক পার্থ কর্মকার বলেন, গন্ডাছড়ায় ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দু:খজনক। পর্রবতী সময়ে সিপিআই(এম এল) লিবারেশনের কর্মীরা গন্ডাছড়া পরিদর্শনে গিয়েছিলেন। তাই সংগঠনের তরফ থেকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর নিকট গন্ডাতুইসা মহকুমার সামগ্রিক পরিস্থিতি নিয়ে ৮টি দাবি জানানো হয়েছে।
দাবিগুলো হল, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা এবখ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, গন্ডাছড়ার জনগণের মধ্যে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনার চেষ্টা, সরকার ক্ষতিপূরণের জন্য ন্যায্য মান নির্ধারণের জন্য সংবিধান অনুযায়ী ন্যায়বিচারের নীতি অনুসরণ করা।
পাশাপাশি, রাজ্য সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আরও ১৪টি অতালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ক্যাম্পে উদ্বাস্তুদের জন্য কম্বল, মশারি, বিশুদ্ধ পানীয় জল এবং চিকিৎসা সহ পর্যাপ্ত সুবিধার প্রদান করা হোক। তাছাড়া, রাজ্য সরকারকে ক্ষতিপূরণ হিসাবে মৃত পরমেশ্বর রিয়াং-এর পরিবারের সদস্যকে একটি নিয়মিত সরকারি চাকরি দেওয়া, গৃহহীন পরিবারের জন্য বাড়ি এবং দোকান পুনর্নির্মাণ এবং সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হোক।

