ত্রিপুরা ও তেলেঙ্গানার রাজ্যপালের সৌজন্য সাক্ষাৎ

আগরতলা, ৯ আগস্ট : তেলেঙ্গানার রাজ্যপাল ও রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আজ আগরতলায় রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-র সাথে সৌজন্য সাক্ষাত করেন|তেলেঙ্গানার রাজ্যপাল দেববর্মা গতকাল রাজ্যে এসেছেন|আগামীকাল রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।এই অনুষ্ঠানটি হবে মান্দাই এর খরাঙ কমিউনিটি হলে| উল্লেখ্য, ত্রিপুরা থেকে জিষ্ণু দেববর্মাই প্রথম কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন| আর এবারই প্রথমবার এই রাজ্যের একজন নাগরিক কোনো রাজ্যের রাজ্যপাল পদে আসীন হওয়ায় ত্রিপুরা সরকার তাঁকে নাগরিক সম্বর্ধনা দেবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জিষ্ণু দেববর্মা গত ৩১ জুলাই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন|