আগরতলা, ৯ আগস্ট : ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান চক্রকে ভেঙ্গে দেওয়ার জন্য বিশেষ ভাবে সক্রিয় আছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ| বিএসএফ’র মহিলা জওয়ানরাও এই অভিযানে সক্রিয় আছেন| বৃহস্পতিবার ও শুক্রবারের মাঝরাতেও পশ্চিম ত্রিপুরা জেলার কমলাসাগর সীমান্তে পাচার প্রতিরোধে সাফল্য পেয়েছেন বিএসএফ’র মহিলা প্রহরীরা|
বিএসএফ’র পক্ষে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যরাতে কমলাসাগর সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পাহারায় থাকা মহিলা জওয়ানরা এগিয়ে যান| সেখানে দেখা যায় যে, ৩০-৪০ জনের মত দুষ্কৃতী চোরাচালানের জন্য সীমান্তের বেড়ার দিয়ে এগিয়ে আসছে| তাদের কাছে লাঠি ছাড়াও ধারালো অস্ত্রশস্ত্র ছিল| মহিলা জওয়ানরা তাদেরকে চ্যালেঞ্জ জানালে পাচারকারীরা মহিলা জওয়ানদের ঘিরে ধরে আক্রমণ করে| পাচারকারীরা পাথরও ছুঁড়ে| মহিলা জওয়ানরা তখন পাম্প অ্যাকশন বন্দুক থেকে এক রাউন্ড গুলি ছুঁড়ে পাচারকারীদের প্রতিহত করেন| ইতোমধ্যেই তাদেরকে সাহায্যের জন্য ক্যাম্পের জওয়ানরাও ছুটে আসেন| মহিলা জওয়ানদের সাহসী ও দ্রুত প্রতিক্রিয়ার ফলে পাচারকারীরা পালিয়ে যায়| ঘটনাস্থল থেকে ষোলো কেজি গাঁজা এবং প্রচুর পরিমাণে চিনি উদ্ধার করা হয়| বিএসএফ’র ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্যাটেল পুরুষোত্তম দাস (আইপিএস) এই সাহসী কাজের জন্য মহিলা প্রহরীদের প্রশংসা করেছেন| তিনি বলেছেন, এই ঘটনা পুনরায় প্রমাণ করেছে যে, সীমান্তের পাহারায় মহিলা জওয়ানরা পুরুষদের থেকে কোনভাবেই কম নন| উল্লেখ্য, ত্রিপুরায় সীমান্ত এলাকার পাহারার কাজে বিএসএফ’র আট শতাধিক মহিলা জওয়ান আছেন|
এদিকে ৭ আগস্ট বুধবার রাতে পশ্চিম ত্রিপুরার তেবারিয়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া নষ্ট করে বাংলাদেশ ঢোকার চেষ্টা করার সময় দুই জন বাংলাদেশী নাগরিক এবং একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ| আবার সেদিনই বিএসএফ জওয়ানরা কুমারঘাটের একটি হোটেল থেকে সীমান্ত পারাপারের কাজ করা এক টাউটকে আটক করে| বিএসএফ’র সঙ্গে কুমারঘাট থানার পুলিশও ছিল সেই অভিযানে| এই ধৃত ব্যক্তির বিরুদ্ধে দুজন বাংলাদেশী রূপান্তরকামীকে সীমান্ত পারাপার করিয়ে দেওয়ার অভিযোগ আছে| বিএসএফ ধর্মনগর থানাধীন ইয়াকুবনগর সীমান্ত থেকে এর আগে ওই দুই রপান্তরকামীকে আটক করেছিল| তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই টাউটের খবর পাওয়া যায়| শুক্রবার বিএসএফ পৃথক এক অভিযানে ৪.১ টন চিনি, ৯০ কেজি গাঁজা ও আরও ৭.২৫ লক্ষ টাকার নানা নিষিদ্ধ জিনিসপত্র আটক করেছে|
অন্যদিকে শুক্রবার ৯ আগস্ট বামুটিয়া সীমান্ত চৌকি এলাকায় টহলদারীর সময় একজন সন্দেহভাজন ভারতীয় নাগরিককে আটক করে বিএসএফ| তার কাছ থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ১,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| বি এস এফ প্রেস বিবৃতিতে বলেছে, ত্রিপুরা সীমান্তে মাদক পাচারকারীদের চক্র দমন করতে এবং মাদক চোরাচালান রোধ করার প্রচেষ্টায় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযান শুরু করেছে। ত্রিপুরায় সক্রিয় মাদক মাফিয়াদের এই চক্র ভেঙ্গে দেওয়ার জন্য বিএসএফ প্রতিশ্রুতিবদ্ধ|

