বিএসএফ-এর হাতে ৫ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক 

আগরতলা, ৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। সাথে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, নেশাকারবির নেটওয়ার্ক দমন করার এবং ত্রিপুরা সীমান্তে নেশা সামগ্রী পাচার রোধ করার প্রয়াসে বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বিশেষ অভিযান শুরু করেছে।

আরও জানানো হয়েছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বামুটিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে একজন নেশাকারবারীকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে।