নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে শুক্রবার ফের সরব হল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। এই দাবিতে সংসদ চত্বরে ধর্ণা দিয়েছেন আরজেডি সাংসদরা। বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে, আরজেডি সাংসদ মিসা ভারতী বলেছেন, “এক সময় নীতীশ কুমারও একই দাবি করেছিলেন। এখন বিহারে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে।”মিসা ভারতী আরও বলেছেন, “বিহার সফরের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজ্যকে বিশেষ প্যাকেজ দেওয়া হবে। আগে কী বলেছিলেন, তা এখন প্রধানমন্ত্রী ভুলে গিয়েছেন। বিহারে বর্তমানে দেওয়া সহায়তা কম। কোনও না কোনওভাবে বিহারের মানুষ প্রতারিত হয়েছে, বিহারের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।”
2024-08-09

