চড়িলামে পঞ্চায়েত নির্বাচনে ১১৯ টি পোলিং স্টেশনে হবে ভোট গ্রহন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ আগষ্ট।।
রাত পোহালেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হল ভোট কর্মীরা।

বিশালগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার নান্টু দেব জানিয়েছেন,  বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত ১১৯ টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর জন্য ৭১৪ জন সিভিল অফিসার এবং ৩৫৭ জন সিকিউরিটি অফিসারকে নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, বিশালগড় আর.ডি. ব্লকের অধীনে জিলা পরিষদের ৩টি আসন, পঞ্চায়েত সমিতির ২ টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাছাড়াও সাধারণ ভোটাররা যেন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটারদের জন্য এই বার্তা দেন বিশালগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার নান্টু দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *