শার্লটে, ৭ আগস্ট (হি.স.): আমেরিকা সফরে টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয় পেল রিয়াল মাদ্রিদ। চেলসিকে হারিয়ে এবারের প্রাক-মরসুম পর্ব শেষ করল তারা। শার্লটে বুধবার সকালে তারা ২-১ গোলে জিতল। কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে ছাড়া রিয়াল গিয়েছিল আমেরিকা সফরে। সফরে এসি মিলানের বিপক্ষে ১-০ ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ২-১ গোলে হেরেছে তারা।আর এবারের সফরে এই নিয়ে টানা দ্বিতীয় এবং পাঁচ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেল চেলসি, জিতেছে মাত্র একটি। ২০২৪-২৫ মরসুমের জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তুতির পালা শেষ, এবার প্রতিযোগিতামূলক ফুটবলে নামবে তারা। আগামী ১৪ আগস্ট উয়েফা সুপার কাপে আতালান্তার মুখোমুখি হবে তারা।
2024-08-07

