ম্যাচ পরিচালনা করার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে

কলম্বো, ৭ আগস্ট (হি.স.): প্রথম   রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে ম্যাচ পরিচালনা করে রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। বুধবার   কলম্বোয় যে ভারত- শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ানডে চলছে সেই ম্যাচে তিনি এই  অনন্য  রেকর্ডটি গড়লেন।  মাদুগালের আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক ১৯৯৩ সালের ১ ডিসেম্বর। সেই  মাসেই পাকিস্তান ও জিম্বাবয়ের ম্যাচ দিয়ে তার  ওয়ানডে অভিষেক হয়।   ৪০০টি ওয়ানডের পাশাপাশি কেরিয়ারে   এখনও  পর্যন্ত ২১৬টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন মাদুগালে। একসময় আইসিসির প্রথম প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন তিনি।  বর্তমানে   আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনার দিক দিয়ে দুইয়ে আছেন মাদুগালে (১৬৩)। তাঁর ওপর নিউজিল্যান্ডের জেফ ক্রো, তিনি পরিচালনা করেছেন ১৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।