সলমন খুরশিদের বাংলাদেশ সংক্রান্ত ‘বিতর্কিত’ মন্তব্যকে নিশানা অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): কংগ্রেস নেতা সলমন খুরশিদের বাংলাদেশ সংক্রান্ত ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে বুধবার নিশানা করলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। অভিযোগ, সলমন খুরশিদ বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে মন্তব্য করেন যে, “বাংলাদেশে যা ঘটছে তা এখানেও হতে পারে”।

কংগ্রেস নেতা সলমন খুরশিদের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, পরপর তিনবার পরাজয়ের মুখোমুখি হয়ে কংগ্রেস দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে যেকোনও কিছু করতে পারে। এই কংগ্রেস নেতার এই ধরনের বক্তব্য দল ও তাদের নেতাদের মানসিকতার পরিচয়। আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই, তারা কি সলমন খুরশিদের এই বক্তব্যের সঙ্গে সহমত?