তাজপুর, ৭ আগস্ট(হি.স.): তাজপুরের সমুদ্র সৈকতসহ মন্দারমনি থানা এলাকায় শনিবার অস্থায়ী কাঠামো বসানো নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন দফতরের জায়গা দখলের অভিযোগে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি পদত্যাগ করতে বাধ্য হন।
সোমবার মন্ত্রী অখিল গিরি পদত্যাগ করেন। তবে পরিস্থিতি শিথিল না হওয়ায় মঙ্গলবার এসসি মহিলারা দোকানদারদের নিয়ে বিক্ষোভ মিছিল করে বন দফতরের ক্ষুব্ধ আধিকারিকের শাস্তির দাবি জানায়। এর পরেই বন দফতরের পক্ষ থেকে মন্দারমনি থানায় ২০ জন এলাকাবাসীর নামে অভিযোগ দায়ের করা হয়।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে এসসি মহিলারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেছেন। তাঁরা দাবি করছেন, অবিলম্বে বন দফতরের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাঁদের সমস্যার সমাধান করা হোক।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধান না করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

