আমেদাবাদ, ৫ আগস্ট (হি.স.) : একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের জনজীবন। প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। কাবেরী নদীর জল পাড় ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে গ্রাম। সোমবার গুজরাটের জলমগ্ন গ্রামে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলো পুলিশ।
জানা গেছে, সোমবার বঙ্গান গ্রামে হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয়। কাবেরী নদীর জল পাড় ছাপিয়ে চলে আসে গ্রামে। সেখানেই আটকে পড়েছিলেন পর্যটকরা। উল্লেখ্য, বিপদসীমার ওপর দিয়ে বইছে কাবেরী ও পূর্ণা নদী। ভাসছে গুজরাটের বিভিন্ন এলাকা। নীচু এলাকার বহু বাসিন্দাকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, একাধিক রাস্তায় দাঁড়িয়ে গেছে জল। ফলে ব্যহত হচ্ছে যান চলাচল। তৈরি হচ্ছে যানজট। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে প্রশাসনের তরফে।