আজ থেকে হর-ঘর-তেরঙ্গা অভিযান শুরু

আগরতলা, ৫ আগস্ট : আজ থেকে ভারত সরকার ও রাজ্য সরকারের ঘোষিত  কর্মসূচি হর ঘর তেরঙ্গা অভিযানকে সমাজের শেষ ব্যক্তির নিকট পৌঁছানোর জন্য বদ্ধপরিকর শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক একথা জানিয়েছেন।

আজ শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

প্রসঙ্গত, শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা রাষ্ট্র হিতে সমাজের মঙ্গলার্থে দীর্ঘদিন যাবত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এই কাজের ফলস্বরূপ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রেষ্ঠ ভুবনকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। তার অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্ঠান। আজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে “হর ঘর তেরঙ্গা “অভিযানের শুরু করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *