কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : বিধানসভার বাদল অধিবেশনের একাদশ দিনে ১৮৫ নিয়ম অনুযায়ী, নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে বিল পাশের পরপর এক প্রস্তাব উত্থাপন করে সরকার পক্ষ। এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। মোট ১৬ জন বক্তার আজকের সভায় বক্তব্য রাখার কথা। এর মধ্যে শাসকদলের ৮ জন এবং বিজেপির ৮ জন বক্তা এই প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেন। সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন আজকের সভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় উপস্থিত। তিনি বক্তব্য রাখতে পারেন এ বিষয়ে। অধীর আগ্রহে অপেক্ষায় দুই পক্ষের সদস্যরা। যদিও এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এদিনের সভায় জানান, ১৯৮৯ সাল থেকে বারংবার রাজবংশী, কামতাপুর, গ্রেটার কোচবিহার নিয়ে পৃথক করার দাবিতে সরব হয়েছেন সেখানকার বাসিন্দারা। একথা অস্বীকার করা যাবে না সংবাদমাধ্যমে প্রকাশিত।
2024-08-05