শ্রাবণের তৃতীয় সোমবারে হাওড়া নদীর জলে শিবের  বিশেষ  আরাধনায় ব্রতী ভক্তরা

আগরতলা, ৫ আগস্ট : শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ভক্তরা হাওড়া নদী থেকে জল সংগ্রহ করে শিবের মাথায় জল ঢাললেন। পূণ্য অর্জনের লক্ষ্যেই তাদের এই প্রয়াস। 

আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। ভক্তরা সুদূর হাওড়া নদী থেকে  শোভাযাত্রা করে জল এনে শিবের মাথায় জল ঢালেন । কথিত আছে শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢাললে বিশেষ পূণ্য লাভ হয়। সেই ধর্মীয় বিশ্বাসে ভক্তরা নদী থেকে জল সংগ্রহ করে শিবের মাথায় জল ঢালেন। শুধু আগরতলাতে নয় রাজ্যের বিভিন্ন স্থানে এদিন এই দৃশ্য পরিলক্ষিত হয়।