ঢাকা, ৫ আগস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ডাকে নতুন জরে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ্জ-জামান। বৈঠক শেষে আজ দুপুর তিনটায় জাতীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।
আজ সেনা সদর দপ্তরে এই বৈঠকটি চলছে। এদিনের বৈঠকে উপস্থিত রয়েছেন আনিসুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তাছাড়া, এদিনের বৈঠকে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও।