মুম্বই, ৫ আগস্ট (হি.স.): সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা খেল শেয়ার বাজারে। সোমবার সকালে বাজার খোলার পরেই ২০০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। খানিকটা বেলা গড়াতে আরও বাড়তে থাকে সূচকের পতন। বেহাল দশা নিফটিরও।
২৪ হাজারের ঘরে নেমে যায় নিফটির সূচক। ব্যাপক লোকসানের মুখে পড়ে বম্বে স্টক এক্সচেঞ্জের একাধিক সংস্থা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের চাপেই এমন বিপর্যয় ভারতের শেয়ারে। শুক্রবারই ধস নামার ইঙ্গিত মিলেছিল শেয়ার বাজারে। কোনওমতে ৮০ হাজারের উপরে সেনসেক্সের সূচক নিয়ে বাজার বন্ধ হয়।
সোমবার সকালে বড়সড় বিপর্যয় শেয়ার বাজারে। সকালে বাজার খোলার পর থেকে লাগাতার ধস নামে সেনসেক্স-নিফটির সূচকে। সপ্তাহের শুরুতেই ভারতীয় স্টক মার্কেটে আজ পতনের সুনামি দেখা গেছে। ইতিমধ্যেই ১৩ লক্ষ কোটি টাকার বেশি খুইয়েছেন বিনিয়োগকারীরা।

