বক্সনগর,৫ আগস্ট: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ওই ঘটনায় বক্সনগর আর ডি ব্লকের অধীনে দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের পালপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কিছুদিন পূর্বে বক্সনগর আর ডি ব্লকের অধীনে দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের পালপাড়া গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মধু পাল(৫০)। তাঁর বাড়ি সিদাই মোহনপুর দিগালিয়া গ্রামে। আজ সকালে পুকুরে ছেলেকে নিয়ে স্নান করতে গিয়েছিলেন তিনি। তখনই জলে জলে তলিয়ে গিয়েছেন তিনি। সাথে সাথো তাকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।