নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট:
শ্রীনগর থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা মদ বিরোধী অভিযান চালিয়ে ২০০ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। মদ বিরোধী অভিযানও চালানো হচ্ছে। শ্রীনগর থানার পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযান চালিয়ে মরানগর বাইপাস রোড এলাকা থেকে ২০০ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম সাগর চক্রবর্তী। সে আগরতলা শহর এলাকাসহ বিভিন্ন স্থানে দেশি মদ সরবরাহ করতে বলে জানা গেছে।
সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর বাহিনী তাকে মদসহ আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মামলা গৃহীত হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে শ্রীনগর থানার পুলিশ অফিসার দিলীপ দেববর্মা জানিয়েছেন।