চন্ডীগড়, ৪ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার চণ্ডীগড়ে মণিমাজরা জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার শিবালিক গার্ডেনে ২৪X৭ জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেছেন।পরে এই অনুষ্ঠানে তিনি বলেন, “আজ যে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, তাতে ২৪ ঘন্টা (সাধারণ মানুষ) জল পাবেন। আজ থেকে বোনেদের অ্যালার্ম রাখতে হবে না, আপনারা সবসময় জল পাবেন। এখানে কোনো ট্যাঙ্কার থাকবে না…এতে ৭৫ কোটি টাকা খরচ হয়েছে। এর থেকে উপকৃত হবেন ১ লক্ষের বেশি মানুষ।
2024-08-04