ওয়ানাডে পঞ্চম দিনে পড়ল উদ্ধারকাজ, মৃত্যুর সংখ্যা এখনও ৩০৮

ওয়ানাড, ৩ আগস্ট (হি.স.): ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়ানাড, শনিবার সেখানে পঞ্চম দিনে পড়েছে উদ্ধারকাজ, উদ্ধারকাজ এখনও চলছে পুরোদমে। ভূমিধসে মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ৩০৮। শনিবারও ওয়ানাডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নেমেছে সেনাবাহিনী, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা। কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এখনও বহু মানুষের কোনও খোঁজ নেই। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।