দুটি গ্রামের বহু জনজাতি আক্রান্ত জ্বরে, স্বাস্থ্য শিবিরের দাবি

চড়িলাম, ৩ আগস্ট : চড়িলাম ধারিয়াথল ভিলেজের পুরান লেম্বুতলী  এবং গয়ারাম কোবরা পাড়ার অসংখ্য জনজাতিরা জ্বরে আক্রান্ত। ঐ জনজাতি অধ্যুষিত এলাকার মানুষ চাইছেন সরকারি সাহায্য, এমনকি স্বাস্থ্য শিবির করার জন্য দাবি করছেন। 

তিন চার দিন ধরে এই দুটি গ্রামে এক এক করে ছোট-বড় সকলেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে ধারিয়াথল ভিলেজের পুরান লম্বুতলীর বাসিন্দা বিশু কুমার দেববর্মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। আরো দুজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তিন দিন ধরে চলছে দুটি গ্রামের রোগীর ভিড়। তারা সকলেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিচ্ছেন। 

ঐ দুটি গ্রামের জনজাতিদের দাবি আগামী দিন যেন এলাকায় স্বাস্থ্য শিবির করা হয়। তারা চাইছেন সরকারি সহযোগিতা। জনজাতিরা এও বলছেন যে বে খবর স্বাস্থ্যকর্মীরা  এমনকি বে খবর বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ কোনরকম পদক্ষেপ নিচ্ছেন না। বে খবর সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক। এলাকা দুটো গ্রামে জ্বরে মহামারীর রূপ নিয়েছে বর্তমানে উধাও স্বাস্থ্য দপ্তর। প্রতিটি ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে একের পর এক সকলেই।