আগরতলা, ২ আগস্ট: রামনগরে শুক্রবার রিয়াদুল জান্নাহ জামে মসজিদের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রামনগর রোড নং-৪- এর শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির পক্ষ থেকে শুক্রবার রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিধায়ক দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর নিবাস দাস, রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির ইমাম আব্দুল রহিম সহ অন্যান্যরা। সংবর্ধনা গ্রহণ করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্যে বর্তমান সরকার অংশের মানুষের কল্যাণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করে চলেছে বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্যে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে ওঠে সকল অংশের জনগণকে উন্নয়নমূলক কাজে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

