মঙ্গলদৈ (অসম), ১ আগস্ট (হি.স.) : দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈয়ে ড্ৰাগস সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ড্রাগস সহ গ্রেফতারকৃতকে জনৈক ইনতাজ আলি বলে শনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলদৈ থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে ২ নম্বর ওয়াৰ্ডে অভিযান চালিয়ে ইনতাজ আলির হেফাজত থেকে সন্দেহজনক হেরোইন ভরতি ২৫টি কৌটা বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে ইনতাজের ব্যবহৃত একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং এএস ১৩ কিউ ৩৬২৮ নম্বরের মোটর বাইক।
এসি জানান, ধৃত ইনতাজ আলি দীৰ্ঘদিন ধরে ড্ৰাগস কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।