নির্মাণ কাজ করতে গিয়ে একতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট:
বাড়ি নির্মাণের কাজ করতে গিয়ে একতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক। আহত শ্রমিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উদয়পুর ডাকবাংলা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা অঙ্কন দাসের বাড়িতে একতলায় রেলিং নির্মাণের কাজ করছিলেন ওই শ্রমিক। সঙ্গে অন্যান্য শ্রমিকরাও ছিলেন। কিন্তু হঠাৎ এই একতলা থেকে পড়ে যান ওই শ্রমিক। সঙ্গে সঙ্গে শ্রমিককে উদ্ধার করে উদয়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা গুরুতর হয় তাকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন সে।