আগরতলা, ১ আগস্ট: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিদ্যুতিক পাখায় অগ্নিসংযোগ ঘটে। দমকলকর্মীরা ঘটনাস্হলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। ওই ঘটনায় ধর্মনগর শহরের আতঙ্ক ছড়িয়েছিল।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ ধর্মনগর শহরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শাখায় বিদ্যুতিক পাখায় অগ্নিসংযোগ ঘটে। হঠাৎ ব্যাঙ্কের কর্মীরা পাখায় আগুন লাগার দৃশ্য দেখতে পান। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।