নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ আগস্ট:
কৈলাসহর থানার পুলিশ এক চোরকে আটক করে আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধরায় মামলা গ্রহণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর থানার পুলিশ এক ছাগল চোরকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। জানা যায় কৈলাসহর লক্ষ্মীছড়া ব্রিজ সংলগ্ন বাধেরপার এলাকার বাসিন্দা বীরন্দ্র শব্দকরের ছেলে কিষান শব্দকরের বিরুদ্ধে শহরে এলাকায় বিভিন্ন বাড়ি থেকে ছাগল সহ বিভিন্ন সামগ্রী চুরি করার অভিযোগ রয়েছে।
৩০ জুলাই ছাগল চুরি করার অপরাধে গৌরনগর ২ নং ওয়ার্ড এলাকা থেকে কিষান শব্দকরকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। কিষাণ শব্দকর বিভিন্ন নেশার সাথে জড়িত রয়েছে বলেও জানা যায়।বৃহস্পতিবার দুপুরবেলা তাকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করা হয়।

