কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার: পবিত্র কর 

আগরতলা, ১ আগস্ট: কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। এই বাজেটে কৃষকদের পদদলিত করা হয়েছে। তাই আজ কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে সংযুক্ত কিষান মোর্চা রাজ্য কমিটি। পাশাপাশি কমিটির নেতৃত্বরা বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

এদিন পবিত্র কর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাজেটে কৃষকদের দেওয়া কেনো প্রতিশ্রুতি পালন করে নি। ২০২১ সালে তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সচিব সংযুক্ত কিষান মোর্চার নিকট লিখিত গ্যারান্টি দিয়েছিল এনএসপি-র জন্য নতুন আইন প্রনয়ণ করবেন। কিন্তু বাজেটে তা দেখা যায়নি। 

তাঁর কথায়, কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। এই বাজেটে কৃষকদের পদদলিত করা হয়েছে। তাই সারা দেশব্যাপী সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করা হয়েছে।