আগরতলা, ১ আগস্ট : ফের উড়ালপুলে ভয়াবহ যান দূর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গাড়ির চালক সহ চার জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান দমকল কর্মী সুশীল আচার্য্য।
দমকল কর্মী সুশীল আচার্য্য বলেন, গতকাল রাতে বিকট একটি আওয়াজ শুনে স্টেশন থেকে বের হয়ে উড়ালপুলে গিয়ে দেখতে পান ভয়াবহ যান দূর্ঘটনা। টিআর১বিএন০৩৬৩ নম্বরের একটি গাড়ি উড়ালপুলে দূর্ঘটনার কবলে পড়ে। তাতে গাড়ির চালক সহ চার জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সাথে সাথে এডি নগর দমকলবাহিনী তাঁদেরকে উদ্বার করে হাসাপাতালে নিয়ে গিয়েছে।
আহতরা হলেন, প্রসেনজিৎ চক্রবর্তী, প্রবীন বসাক শীল, মলয় কুমার সাহা, কমল কৃষ্ণ সাহা। বর্তমানে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে আটক করে এডি নগর থানায় নিয়ে গেছে পুলিশ বলে জানান তিনি।

