নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
বুধবার তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জিষ্ণু দেববর্মা। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করার উদ্দেশ্যে বুধবার রাজ্য ত্যাগ করেছেন সকালে। বিমানে তিনি আগরতলা থেকে হায়দ্রাবাদে পৌঁছেন। সেখানকার বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা নবনিযুক্ত রাজ্যপালকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
তেলেঙ্গানায় পৌঁছার পর গার্ড অফ অনার এর মাধ্যমে তেলেঙ্গানা রাজ্যে বরণ করা হয়েছে রাজ্যের নতুন রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে। সেখান থেকে নবনিযুক্ত রাজ্যপাল চলে যান সেখানকার রাজভবনে।
তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাদ্ধে রাজভবনে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে জিষ্ণু দেববর্মাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি, বিধানসভা পরিষদের চেয়ারম্যান গুট্টা সুখেন্দর রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার্ক মাল্লু, বিভিন্ন রাজ্যমন্ত্রী, বিধায়ক, এমএলসি এবং অন্যান্য আধিকারিকরা৷
বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন জিষ্ণু দেববর্মা। উল্লেখ্য দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ত্রিপুরা থেকে একজনকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ।