মরিগাঁও (অসম), ৩১ জুলাই (হি.স.) : অসমের মরিগাঁও জেলার অন্তর্গত মায়ঙের পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যে পালিত একটি হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মাহুতের। হাতির পদপিষ্ট হয়ে নিহত মাহুত তথা বনকর্মী হিরা কুমার দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈয়ের বাসিন্দা।
নিহত হিরা কুমার পবিতরা অভয়ারণ্যের বিক্রিম নামের একটি হাতির মাহুত হিসেবে নিযোজিত ছিলেন৷ সাম্প্রতিক বন্যার সময় পবিতরার পালিত ১১টি হাতি বুড়ামায়ং পাহাড়ে স্থানান্তর করেছিল বন দফতর। আরও কয়েকজন মাহুতের সঙ্গে হাতিগুলির দেখাশোনার দায়িত্বে ছিলেন হিরা কুমার।
কিন্তু আজ বুধবার সকালের দিকে বুড়ামায়ং পাহাড়ে হাতিকে খাবার দেওয়ার সময় আচমকা মাহুত হিরাকে পা দিয়ে পিষে মেরে ফেলে বিক্রম নামের হাতি। জানা গেছে, এর আগেও আরও দুজনকে মেরেছে এই বিক্ৰম নামের হাতি।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দল নিয়ে বুড়ামায়ং পাহাড়ে ছুটে যান বন দফতরের পদস্থ আধিকারিক এবং অন্য কর্মীরা। বনকর্তারা ঘটনাস্থল থেকে নিহত হিরা কুমারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।

