নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
আগরতলা স্মার্ট সিটি ও লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্রিন এর যৌথ উদ্যোগে হাওড়া নদীর তীরে দুই কিলোমিটার এলাকায় গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা স্মার্ট সিটি ও লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্রিন এর যৌথ উদ্যোগে হাওড়া নদীর পাশে লাগানো হচ্ছে গাছ ।দুই কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হবে গ্রীন এলাকা। তাকে সামনে রেখে এই পরিকল্পনা আগরতলা স্মার্ট সিটির। জানালেন স্মার্ট সিটির কমিশনার ড:শৈলেশ কুমার যাদব।
তিনি জানান পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং আগরতলা স্মার্ট সিটি এলাকার সৌন্দর্যায়নের লক্ষ্যেই এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং রক্ষা করার জন্য স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা আহবান করেছেন তিনি।