নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
বুধবার সকালে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জিষ্ণু দেববর্মা। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তিনি। উল্লেখ্য, তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এই প্রথম রাজ্যের কোনো নাগরিক রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন।
বুধবার সকাল আটটায় তেলেঙ্গানার উদ্দেশ্যে আগরতলা বিমানবন্দর থেকে রওনা দেবেন জিষ্ণু দেববর্মা। তারপর হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন সন্ধ্যার মধ্যেই তেলেঙ্গানা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে ১ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। পুনরায় ২ আগস্ট অথবা ৩ আগস্ট তিনি তেলেঙ্গানায় ফিরে আসবেন।
এদিকে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই মঙ্গলবার মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে মায়ের কাছে পূজো দিয়েছেন জিষ্ণু দেববর্মা। সঙ্গে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক অভিষেক দেবরায়।