নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ জুলাই:
পঞ্চায়েত নির্বাচনের প্রাকমুহুর্তে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার।
ঘটনার বিবরনে জানাযায় মঙ্গলবার সন্ধ্যাবেলায় শান্তির বাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিছনে এক অঞ্জাত পরিচয় ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়।
পঁচা গলা মৃতদেহের দুর্ঘন্ধ স্থানীয় এলাকায় সর্বত্র ছড়িয়ে পড়ায় মৃতদেহের সন্ধান পাওয়া যায় বলে জানা যায়। মৃতব্যক্তির পরিচয় জানতে ও মৃত্যুর কারন জানতে মাঠে নেমেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের প্রাকমুহুর্তে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্রকরে সমগ্র এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

