অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির, ১৬টি অভিযোগ শুভেন্দুর

কলকাতা, ৩০ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিজেপির পরিষদীয় দল। মঙ্গলবার বিজেপি বিধায়কদের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব রাজ্য বিধানসভার সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সচিব সুকুমার রায়ের কাছে প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছি।স্পিকার গত ৩ বছর ধরে বিরোধীদের প্রতি অপক্ষপাতী ছিলেন। তাঁরা সংবিধানকেও উপেক্ষা করেছেন।” উপ-নির্বাচনে জয়ীদের শপথবাক্য পাঠ করানো নিয়েও স্পিকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন শুভেন্দু, বিরোধী দলনেতার কথায়, “মোট ১৮টি নির্দিষ্ট অভিযোগ রয়েছে।”