নয় বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, থানায় মামলা

আগরতলা, ৩০ জুলাই: নিজের বাবার দ্বারা নরকীয় পাশবিক লালসার শিকার হয়েছে নয় বছরের শিশু কন্যা। ওই ঘটনায় রাজধানীর এডি নগর সর্বধর্ম মিশন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পর্রবতী সময়ে বাবার বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এডি নগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এস ডি  মিশন এলাকায় পাষণ্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার নয় বছরের নাবালিকার শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায়। এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। ঠিক একই ভাবে গত ২৪ জুলাই আবারো ওই নাবালিকা শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায় তার পাষণ্ড বাবা। পরে নাবালিকা শিশুকন্যাটি আর দেরি না করে গোটা ঘটনাটি তার মাকে জানায়। ধর্ষিতা সুকন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের জানায়। অবস্থার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত পাষণ্ড বাবা পালিয়ে যায়। 

পর্রবতী সময়ে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে লিখিত আকারে শ্লিলতাহানী এবং ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ তাদেরকে আশ্বাস্ত করে গোটা ঘটনাটি তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।এদিকে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যাটির সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।