ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।আগামী ২ থেকে ৪ আগস্ট, নিউ দিল্লির তাল কোটরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্টস কাপ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪। এখানে উল্লেখ্য, এই প্রতিযোগিতা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অর্থাৎ কে আই ও দ্বারা অনুমোদিত l উক্ত ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন-ই বর্তমানে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন দ্বারা স্বীকৃতি প্রাপ্ত একমাত্র সর্বভারতীয় পর্যায়ের ক্যারাটে খেলার প্রকৃত জাতীয় সংস্থা। উক্ত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ত্রিপুরা রাজ্য থেকে ১৪ সদস্যক ত্রিপুরা ক্যারাটে টিম অংশ নিতে যাচ্ছে।অংশগ্রহণকারী খেলোয়াড়রা হল: অদ্রিত রায় ভট্টাচার্য, ইভা দেববর্মা, বহ্নি শিখা চক্রবর্তী, হ্যাপি মিশ্র, সুইটি দে, সাথী নাথ, সুপ্রিয়া সিনহা, তৃষিতা পাল, মোনালিসা সিনহা, পৌলমী পাল, প্রিয়াঙ্কা দেবনাথ, ফ্রাঞ্চিস ডার্লং। কোচ সুজিত শীল ও দেবজিৎ দে। আজ, মঙ্গলবার উক্ত ক্যারাটে টিম আগরতলা থেকে রেলপথে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। রাজ্য সংস্থার তরফ থেকে অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।