নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : দিল্লির রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারে তিন পড়ুয়ার জলে ডুবে মৃত্যুর ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক মহল। সোমবার লোকসভা অধিবেশন শুরু হতেই উঠলো সেই কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর প্রসঙ্গ। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। যারা এই ভবন তৈরির নকশা করেছিল এবং যারা তাতে ছাড়পত্র দিয়েছিল এই দুর্ঘটনার দায় তাদের। তিনি এও জানতে চান, যারা এমন কান্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা উত্তর প্রদেশে দেখছি যে অবৈধ ভবনগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এই (দিল্লির) সরকার কি এখানে বুলডোজার চালাবে?
উল্লেখ্য, দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে শনিবার ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ জারি রয়েছে সোমবারও। কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি রাখা হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিল্লিতে, ভারী বৃষ্টির কারণে রাজেন্দ্রনগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে আটকে পড়ে ৩ পড়ুয়ার মৃত্যু হয় শনিবার। টানা বৃষ্টির জেরে রাস্তা উপচে জল দিল্লির ওই কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকতে শুরু করে। বেসমেন্টের ভিতর থেকে বেশ কয়েকজন পড়ুয়াকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু মৃত্যু হয় ৩ পড়ুয়ার। এ ব্যাপারে পড়ুয়ারা কর্তৃপক্ষর গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, দিল্লির নিকাশি সমস্যার কথা তো সংস্থার অজানা নয়। তা হলে বেছে বেছে বেসমেন্টে কেন লাইব্রেরি করা হল? আর যদি বা তৈরি করা হল, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি কেন, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

