আগরতলা, ২৯ জুলাই: গতকাল রাতে বিদূর কর্তার চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। তাতে গুরুতর আহত হয়েছে চালক। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে টিআর০১বিপি০৩৫৯ নম্বরের একটি গাড়ি বেপরোয়া গতিতে বিদুর কর্তা চৌমুহনী থেকে আস্তাবলের দিকে যাচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে।