আগরতলা, ২৯ জুলাই: আগরতলা টাউন হলে সাফাই মিএ সুরক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠানে সাফাই মিএদের সুরক্ষা কিট প্রদান করা হয়েছে।এদিনের উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র শ্রদ্ধেয়া মনিকা দাস দও ও মিউনিসিপ্যাল কমিশনার শৈলেশ কুমার যাদব ও অন্যান্য আধিকারিকগন।
এদিন মেয়র বলেন, সাফাই মিএদের জন্য স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হয়। আগরতলা শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের ভূমিকা অপরিসীম।তার কথায়, সাফাই কর্মীরা নিজেদের দায়িত্ব পালন না করলে করোনা মহামারী আরও ভয়ংকর আকার ধারণ করত। তাই সমাজে তাদের বিশেষ অবদান রয়েছে।
এদিন তিনি আরও বলেন, সাফাই কর্মীরা যাতে সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রাখছে পুর নিগম। তাদের জন্য বিভিন্ন স্বাস্থ্য শিবিরের আয়োজন কটা হয়েছে। পাশপাশি তাদের স্বাস্থ্য বীমারও ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কেন্দ্রীয় সরকার তরফ থেকে একাধিক পুরষ্কার পাওয়া গিয়েছে। তাতে একমাত্র সম্ভব হয়েছে তাদের পরিশ্রমের ফলে। পাশাপাশি, তিনি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনগণকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন।

