বাল্যবিবাহ রোধে পিএম  শ্রী সেকেরকোট  দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সচেতনতা শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই : রাজ্যে বাল্যবিবাহ রোধ করতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও রাজ্যে সম্পূর্ণভাবে নির্মূল করা যাচ্ছে না বাল্যবিবাহ। কিন্তু তারপরেও বিভিন্নভাবে প্রয়াস জারি রাখা হয়েছে বাল্যবিবাহ রোধে।

ঠিক একইভাবে বাল্যবিবাহরোধে কমলাসাগর বিধানসভার অন্তর্গত  পি এম  শ্রী সেকেরকোট  দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে  বাল্যবিবাহের উপর সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক তথা সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী, সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস, আমতলী থানা দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিক শুভা তেলী, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস সহ অন্যান্যরা। এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।

এদিনের এই সচেতনতামূলক শিবিরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তারপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহের উপর একটি নাটক পরিবেশন করা হয়। এ দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বাল্যবিবাহের উপর বিস্তারিত আলোচনা রাখতে গিয়ে বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি।

বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার বাল্য বিবাহের উপর আইনি প্রক্রিয়াগুলি বিস্তারিত আলোচনা করেন। তিনি তাহলে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য করে বলেছেন ১৮ বছরের নিচে নাবালিকাদের বিয়ে দেওয়া যাবে না। এদিন তিনি অভিভাবকদের জানিয়েছেন তারা যেন তাদের নাবালিকা সন্তানদের ১৮ বছরের নিচে বিয়ে দেওয়ার কথা না ভেবে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে  সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়। তার পাশাপাশি এদিন তিনি শিশু পাচার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন এবং এই ধরনের অপরাধ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।