নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৮ জুলাই:
পাবিয়াছড়া বিধানসভাধীন উজান দুধপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে দুই জা এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। একজন লড়ছেন শাসক দল বিজেপির প্রার্থী হিসেবে, অপরজন কংগ্রেস দলের প্রার্থী হিসেবে পঞ্চায়েত নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে লড়াই করছেন। কুমারঘাট মহকুমার উজান দুধপুরের বাসিন্দা অনিতা রুদ্রপাল ও পূর্নিমা রুদ্রপাল। সম্পর্কে তারা একই পরিবারের দুই জা। আগামী আট আগষ্ট অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত নির্বাচন। দুজনেই দাঁড়িয়েছেন একে অপরের প্রতিপক্ষ হয়ে।
পাবিয়াছড়া বিধানসভাধীন উজান দুধপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে শাসক দল বিজেপির হয়ে লড়ছেন ছোট জা পূর্নিমা এবং তার প্রতিপক্ষ হিসেবে কংগ্রেসের হয়ে একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দিতা করছেন বড় জা অনিতা। পরিবারিকভাবে দুই প্রার্থীর সৌহার্দ পূর্ন সম্পর্ক থাকলেও রাজনীতির ময়দানে একে অপরকে হারাতে চালাচ্ছেন রাজনৈতিক প্রয়াস।
সকাল থেকেই দুজনে একে অপরের বিরুদ্ধে ভোট চাইতে বেরিয়ে পড়েছেন ভোটারদের ঘরে ঘরে। বড় জা তথা কংগ্রেস প্রার্থী অনিতা রুদ্রপাল জানান, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস দলকে সমর্থন করছেন মানুষ। প্রচারে বেরিয়ে ছোট জা তথা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোট চেয়ে ভালো সাড়া মিলছে বলে জানান কংগ্রেস প্রার্থী।
অন্যদিকে ঐ ওয়ার্ডে কংগ্রেসের প্রচারের পাল্টা ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী পূর্নিমা রুদ্রপাল। প্রার্থী জানিয়ছেন, দুই পরিবারের মধ্যে রয়েছে যথেষ্ট মিল। দুজন দুই দলের হয়ে ভোট লড়লেও একে অপরের ঘরে আসা যাওয়া থেকে তাদের সমস্ত পারিবারিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জায়গাতেই। প্রতিদিন ভোট প্রচারে গিয়ে ভালো সাড়া মিলছে বলেই জানালেন বিজেপি প্রার্থী।

