বেআইনিভাবে জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ জুলাই:
প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা কমলাসাগর বিধানসভার বিশালগড় থানার অন্তর্গত উত্তমভক্ত চৌমুহনী এলাকায়। ২০০৪ সালে রাজধানী আগরতলার বাসিন্দা নারায়ন চৌধুরী উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় পাঁচ কানি জায়গা ক্রয় করেন। জায়গাটি বিক্রি করেছিল মায়ারানি বর্ধন এবং উনার দুই ছেলে অপুবর্ধন এবং টিপু বর্ধন।
জমির রেজিস্ট্রি করা হয় নারায়ণ চৌধুরীর স্ত্রী লিপিকা চৌধুরীর নামে।

প্রায় ২০ বছর পর হঠাৎ জমির মালিক বুলডোজার নিয়ে হাজির জমিতে। অভিযোগ, জায়গা ডিমারকেশসন না করে অবৈধ উপায়ে মাটি কাটতে শুরু করে। এমনকি মায়ারানী বর্ধনের ছোট ছেলে দেবব্রত বর্ধন সহ তার বৌদি শিখা বর্ধনের জায়গায় মাটি ভরাট করতে শুরু করে। এমতাবস্থায় জমির মালিকরা বাধা দিলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দিতে শুরু করে বলে অভিযোগ। অন্যদিকে, বর্তমানে জমিতে ধান রোপন চলছে। এমতাবস্থায় বুলডোজারে মাটি কাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু কৃষক।