লিগস কাপে ইন্টার মায়ামির সূচনা, দর্শকাসনে বসে খেলা দেখলেন মেসি

ফ্লোরিডা, ২৮ জুলাই (হি.স.): গত মরসুমে লিগস কাপে প্রায় সব ম্যাচ খেলে মায়ামিকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবার আর তা হল না।চোটের জন্য এবার তিনি মাঠের বাইরে। কবে ফিরবেন তাও অজানা।খেলা দেখলেন দর্শক সারিতে বসে।

এদিন সকালের ম্যাচে মেসিকে ছাড়া শুরুটা ভালভাবেই করেছে ফ্লোরিডার ক্লাবটি। পিউবলার বিপক্ষে মায়ামি জিতল ২–০ গোলে। মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।

লিগস কাপে মায়ামি পরের ম্যাচ খেলবে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে। ৪ আগস্ট ভোর ছ’টায় মেক্সিকান এই ক্লাবটি মুখোমুখি হবে লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে।