আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে গ্রেপ্তার ৬ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে ৬ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে।

এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল জানান, এমবিবি বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ । আজ তাদের আদালতে প্রেরণ করা হয়। তাদের রিমান্ড নিয়ে তাদের থেকে এই চক্রের আরো তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা পুলিশের।