BRAKING NEWS

মায়ের মন্দীরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনের প্রচার শুরু করলেন মন্ত্রী

আগরতলা, ২৭ জুলাই: আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুলভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচীতে অংশগ্রহন করলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। প্রথমে জোলাইবাড়ী ব্লকের অধীনে শান্তি নিকেতন পাড়ায় মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশির্বাদ নিয়ে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের ১৩ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী শিল্পী নমঃ কে সঙ্গেনিয়ে ডোর টু ডোর কর্মসূচীতে অংশগ্রহন করেন। তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ী বাসীর কাছের লোকহিসাবে বিশেষ পরিচিতি লাভকরেছে। বিগতদিনে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন তাপস দত্ত। তিনি কোনোপ্রকার ভেদাভেদ ছারা সমস্তপ্রকারের সরকারি সুযোগ সুবিধাগুলি লোকজনের কাছে পৌঁছে দিয়েছে। তাই সকলে আশাবাদী আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে পঞ্চায়েত সমিতির ৮ নং আসন থেকে তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভ করে লোকজনের সার্বিক উন্নয়নে ও এলাকার সার্বিক উন্নয়নে কাজকরেযাবেন। তাই আজকের এই কর্মসূচীতে সকলে তাপস দত্তকে দুহাত তুলে আশির্বাদ করেছেন। দুই প্রার্থীর নির্বাচনের প্রচার শেষ করে জেলাপরিষদের ১২ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী শম্ভু মানিকের হয়ে প্রচারে বেরহলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। আজকের এই প্রচার শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান বিগত বাম আমলে ত্রীস্তরীয় নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারতোনা। বর্তমানসময়ে রাজ্যে বিজেপি , আই পি এফ টি ও তিপ্রামথা দলের জোট সরকার গঠনের পর গনতন্ত্রে বিশ্বাস করছে সকলে । তাই ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থীদিয়েছে। বিরোধীরা প্রার্থী দিলেও সকলে বিগতদিনে যেইভাবে সি পি আই এমকে বর্জন করেছে একইভাবে আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যারা প্রার্থীদিয়েছে তাদেরকে সকলে বর্জন করবে। আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *