ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। আগামীকাল থেকেই শুরু। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক স্বপ্না মজুমদার, চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গৌতম সরকার, বিলোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব পার্থ চৌধুরী, টি এফ এ-র সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, বাবুল দেব, প্রসাদ মজুমদার, শ্রীবাস সেন প্রমূখ। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। ওরিয়েন্টাল ফুটবল নকআউট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। এর আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই ফুটবল টুর্নামেন্টে ২৪ টি দল অংশগ্রহণ করবে। প্রথম রাউন্ডের খেলা হবে ২৮ শে জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় রাউন্ড অর্থাৎ প্রি কোয়াটার ফাইনাল খেলা হবে ১৮ই আগস্ট থেকে ২৫শে আগস্ট পর্যন্ত। তৃতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে খেলা হবে ২৭ শে আগষ্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত।সেপ্টেম্বরের তিন ও পাঁচ তারিখ হবে পর পর দুটি সেমিফাইনাল। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের আট তারিখ।ফুটবল টুর্নামেন্ট যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৮০ হাজার টাকা। যে দল রানার্স হবে তারা পাবে ৫০ হাজার টাকা। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফিও তুলে দেওয়া হবে। যারা চ্যাম্পিয়ন হবে তাদের হাতে একটি ট্রফি দেওয়া হবে যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাবে ফিরিয়ে দিতে হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল ক্রীড়া প্রেমীদের সাহায্য চেয়ে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
2024-07-27