শিলিগুড়ি, ২৭ জুলাই (হি. স.) : শনিবার বিকেলে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম রাজা দাস। তিনি মাটিগাড়ার নতুন রাঙ্গিয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তকে নকশালবাড়ির খেমচি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কাছ থেকে ১৮৪টি নেশাজাতীয় ইনজেকশন ও তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা মাটিগাড়া থেকে নকশালবাড়িতে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করতে এসেছিল। অভিযুক্তকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
2024-07-27